Weather Update: রবিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি

Weather: এখনো তাপ প্রবাহ চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এর মাঝে উত্তরবঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। 
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়নি।
ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষে একটি নোটিশ জারি করা হয়েছে বৃষ্টিপাত সম্বন্ধিত।
পশ্চিমবঙ্গে সম্ভবত ৫মে রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। 
কারণ জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করেছে যা রবিবার থেকে রাজ্যে প্রবেশ করতে পারে।
যার ফলে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি।
তবে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে তা আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন বের হলে আপনারা এই ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন।
তাপমাত্রা কিছু জায়গায় ৪৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়েছে।
এই সপ্তাহে তাপ ও প্রবাহ চলবে। সামনে সপ্তাহে শুরু থেকে বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন